ঢাকার দোহারে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম রাজা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৯ মে) সকাল ১১টায় উপজেলার ঝনকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজা উপজেলার ঝনকি গ্রামের ইউনুস বেপারীর ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে রাজা মোটরসাইকেল নিয়ে তার বাসা থেকে বের হয়ে ঝনকি র্কালভাটের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে মাথায় আঘাত পেয়ে পড়ে যায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রের এস আই জসিম উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রীয়াধীন রয়েছে।