“সুস্থ পরিবেশ স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। দিবশটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠানে ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের চারা গাছে বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.গিয়াস উদ্দিন সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল ইসলাম, দোহার উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ডা. জালাল উদ্দীন, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.খালেক, নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরীফসহ আরো অনেকে।