কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতারকৃতরা হচ্ছে শেখ শফিজুল ইসলাম (৪৭) ও মোঃ মাসুদ রানা (৪২)। আজ (মঙ্গলবার) দুপুরে রাজেন্দ্রপুরের র্যাব-১০ এর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, আসন্ন কোরবানীর ঈদকে সামনে রেখে মাদকের একজন বড় ডিলার তার সঙ্গীয় অপরাপর ব্যবসায়ীদের সহযোগে বিপুল পরিমান ফেনসিডিল দেশের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় মজুদ করে রাখছে। গোপন সংবাদের ভিত্তিতে এ বিষয়টি জানতে পেরে র্যাব-১০ একটি আভিযানিক দল সোমবার গভীর রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের উত্তর পানগাও এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী শফিজুল ইসলাম ও মাসুদ রানাকে গ্রেফতার করে। পরে ঘটনা স্থল থেকে ১৪৭০ বোতল ফেনসিডিল, দুই বোতল বিদেশি মদ ও মাদক বিক্রয়ের এক লক্ষ ৪৮ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় ফেনসিডিলের বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।