ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের মালিকান্দায় বসতঘর থেকে রাসেল শেখ (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। সে ঐ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ই জুন ঈদুল আযহার দিন দিবাগত রাতে রাসেল ও তার বন্ধু রামিম একই ঘরে ঘুমানো ছিলো। পরদিন মঙ্গলবার সকালে তার পরিবারের সদস্যরা রাসেলের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বিকেল চারটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে নিহত রাসেলের বন্ধু রামিম। তার বাড়ি উপজেলার ঝনকি এালাকায়।
ফুলতলা পুলিশ ফাড়ির এসআই মো.জসিম উদ্দিন জানান,খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা প্রেরণ করেছি। এটি হত্যা কিনা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চত হওয়া যাবে। এদিকে রামিমকে ধরার চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এবিষয়ে নিহতের পরিবারের আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।