কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মডেল থানা সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া পরিচয়ে পারিবারিক বাটোয়ারা দলিল করার সময় বৃহস্পতিবার বিকালে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মডেল থানা সাব রেজিস্ট্রার মো: রায়হান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সাব রেজিস্টার রায়হান মিয়ার নিকট থেকে জানা যায়, রোহিতপুর, কাটালিয়া ও জৈনপুর মৌজার বেশ কিছু জমি নিয়ে বৃহস্পতিবার তার কার্যালয়ে আসেন কয়েক ব্যক্তি। সম্পাদনের জন্য তারা দলিল আমার কাছে জমা দিলে তাতে লুৎফর রহমান নামে যাকে দাতা বলা হয় সেই ব্যক্তিকে নিয়ে আমার সন্দেহ হয়। পরে তার এনআইডি চেক করে জানতে পারি ওই ব্যক্তির প্রকৃত নাম আরিফ হোসেন।
তিনি আরো জানান, উক্ত দলিলে অন্যান্য দাতার মতো ২ ভাই ও এক বোনের সম্পত্তি বাটোয়ারা ছিল। কিন্তু ২ ভাইয়ের মধ্যে এক ভাই বিদেশ থাকায় তার অনুপস্থিতে আরিফকে লুৎফর সাজিয়ে দলিল সম্পাদন করতে চেয়েছিল তারা। ধরা খাওয়ার পর ভুয়া দাতা আরিফ, এক ভাই মফিজুর রহমান ও স্বাক্ষী প্লাবনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এঘটনায় সাব রেজিস্ট্রার অফিসের ষ্টাফ সুব্রত বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) রাজিব হোসেন বলেন, সাব রেজিস্ট্রার অফিস থেকে ৩ জনকে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।