দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ‘বাংগালা মুক্তা সংঘ’ ক্লাবের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালা মুক্তা সংঘ মাঠে গ্রামবাসীর প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে সামিউল ইসলাম আলম ও মিজানুর রহমান লেবু প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যক্ষ ও জনসমর্থন বেশি হওয়ায় নির্বাচন কমিশনার ও ৭নং ওয়ার্ড সদস্য মো. আব্দুস ছামাদ সভাপতি পদে মিজানুর রহমান লেবুকে বিজয়ী ঘোষণা করেন।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. হারুন অর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি, ঘিওর থানার এসআই মো মুক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।