দোহার (ঢাকা) প্রতিনিধি.
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দোহার ঘাটা যুব-সমাজের আয়োজনে দোহার-নুরপুর মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় দোহার ও নবাবগঞ্জসহ আশেপাশের প্রায় হাজারো শিক্ষার্থী ও অন্যান্য শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। শুরুতে নিহতদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ভবিষ্যত কর্মপরিকল্পনাসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ১৩ দফা দাবি তুলে ধরেন এবং সারাদেশে শহিংসতা বন্ধের আহ্বান জানান। পরে দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।