দোহার (ঢাকা) প্রতিনিধি.
একটি সুন্দর সমৃদ্ধি সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। তাই লেখাপড়া করে এ দেশ এগিয়ে নিতে হবে ছাত্রদেরই। সোমবার দুপুরে জয়পাড়া বিশ^বিদ্যালয় কলেজে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন, ঢাকা বার কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ও সাবেক ছাত্রনেতা এডভোকেট সুমন মৃধা। এসময় তিনি আরও বলেন, ধ্বংসের রাজনীতি কেউ পছন্দ করে না, শিক্ষার আলো দিয়ে দেশ আলোকিত করতে হবে। যারা সুযোগকে কাজে লাগিয়ে চাঁদাবাজি,লুটপাট করবে তাদের বিরুদ্ধে রুখে দাড়াঁতে হবে।
মতবিনিময় শেষে কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, দোহার পৌরসভা জাসাস এর সাধারণ সম্পাদক জুয়েল খান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো.মানিক শেখ সহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।