দোহার (ঢাকা) প্রতিনিধি.
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচারের দাবিতে ঢাকার দোহারে অবস্থান কর্মসূচি করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠণের নেতা কর্মীরা। বিএনপির পূর্বঘোষিত দুইদিনের কর্মসূচি অনুযায়ী প্রথমদিন বুধবার দোহারের জয়পাড়ায় অবস্থান নেয় বিএনপির নেতা কর্মীরা। এসময় সারাদেশের ন্যায় যারা দোহারে ছাত্র-জনতার মিছিলে হামলা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতা কর্মীরা। বক্তারা বিগত আওয়ামীলীগ সরকারের উদ্দেশ্য করে বলেন, জালিম সরকারের আমলে তাদের দোসররা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিলো। আজ দেশ মুক্ত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি এস,এম নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপির সভাপতি এস,এম কুদ্দস,সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান মাসুম, উপজেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক রুবিনা রাজসহ বিএনপির অঙ্গসংগঠণের অন্যান্য নেতা কর্মীরা।