নিজস্ব প্রতিবেদক.
দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে টিসিবির পণ্য মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বিতরণ করার কথা থাকলেও সকালে বিতরণ না করে দুপুরে বিতরণ করা হয়। ফলে উপকারভোগী কার্ডধারীদের অনেকে সকালে এসে চলে যান। এদিকে হঠাৎ করেই দুপুরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু করা হয়। কার্ডধারীদের অনেকে অভিযোগ করেন সঠিক সময়ে এসেও পাননি টিসিবির পণ্য। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় প্রভাবশালী কয়েকজন আইডি কার্ডের মাধ্যমে অন্যদের কে টিসিবির পণ্য দিয়ে দেন।
এবিষয়ে ইউনিয়ন বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি পণ্য আমরা কার্ডধারীদের না দিয়ে কেন অন্য কাউকে দেয়া হবে। তারা আরও বলেন, সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে পণ্য বিতরণ করবে ডিলার। কিন্তু অনিয়ম হলে এটি বৈষম্যের সার্মিল।
এবিষয়ে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.নুরুজ্জামান বলেন, মূল ডিলার মশিউর রহমান মারা যাওয়ার পর তার আত্মীয় ছায়েদ মুন্সীর দায়িত্বে টিসিবির পণ্য বিতরণ হয়েছে। কয়েকজন কার্ডধারী একটু দেরি করার কারনে পণ্য পায়নি। আগামীতে এমন সমস্যা হবে না।
এব্যাপের ছায়েদ মুন্সী বলেন, কিছু মেম্বারদের কারনে এমন সমস্যা হয়েছে আগামীতে সকল কার্ডধারীরা পণ্য পাবে।