দোহার (ঢাকা) প্রতিনিধি.
শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সৌদিতে বিক্ষোভ করায় পুলিশের হাতে নিযার্তিত দোহারের আট প্রবাসী দেশে ফিরেছেন। সৌদিতে ৫০ দিন জেলখানায় থাকার পর গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারের সহায়তায় দেশে ফিরেন তারা। নির্যাতিতদের মধ্যে রয়েছে উপজেলার বিলাশপুর এলাকার জয়নাল মোল্লার ছেলে গোলাম রাব্বী মোল্লা,কাজীরচর এলাকার মুসলেম বেপারীর ছেলে নাঈম বেপারী,মধুরচর এলাকার বাদশা মোল্লার ছেলে মনির মোল্লা,রহমান শেখ এর ছেলে ইলিয়াস শেখ, একই এলাকার আমজাদ হোসেনের ছেলে খোরশেদ, ফিরোজ শেখ এর ছেলে নাজমুল, মুসলেম বেপারীর ছেলে শফিকুল বেপারী, গণী শেখের ছেলে হাসান শেখ।
ভূক্তভোগীরা বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সৌদিতে বিক্ষোভ করায় তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ৩৬ হাজার রিয়াল নিয়ে যায়। পরে তাদের ৫০ দিন আটকে রেখে নির্যাতন করে পুলিশ। এসময় ভূভোগীরা শরীরে থাকা আঘাতের চিহ্ন দেখিয়ে কান্নায় ভেঙ্গে পরেন। শুক্রবার বিকেলে ঢাকার দোহারের বিলাশপুর এলাকায় গিয়ে নির্যাতিত আটজনের খোঁজ খবর নেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এসময় তাদের পাশে থাকার কথা জানান আবু আশফাক।