দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নে পশ্চিম চুরাইন এলাকায় একটি গরুর ফার্মে হামলার ঘটনার অভিযোগ পাওয়া গছে। ভুক্তভোগী আফরোজা শাহীন জানান,গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর স্থানীয় আইয়ুব আলী, মো.শাহিন, জুয়েল, আ:হালিমসহ অজ্ঞাত ২০/২৫ জন তাদের ফার্মে হামলা চালিয়ে লুটপাট করেন। পরদিন ১২ আগষ্ট আবারও তারা হামলা চালায়। এঘটনায় ৪ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানা ও দোহার সেনাবাহিনীর কাছে অভিযোগ করেন ভুক্তভোগী আফরোজা শাহিন। তিনি জানান, ঘটনার পর থেকে এখনো পর্যন্ত প্রশাসনের কেউ এবিষয়ে ব্যবস্থা নেননি। এঘটনায় অপরাধীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।
এবিষয়ে অভিযুক্ত আইয়ুব আলী বলেন, আমরা কোন ভাংচুর করিনি। আমাদের ক্রয়কৃত জমি শাহীনগং দখলে রেখেছে। আমাদের উপর পাঁচ বছর অত্যাচার করেছে। আমরা এবিষয়ে আইনগত ব্যবস্থা নেব।
ঘটনার বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি শাহজালালের মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।