দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের তিনটি ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিতদের পুনর্বাসনের অভিযোগে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গণতন্ত্রগামী ও স্বৈরাচার বিরোধী দোহারবাসীর ব্যানারে কর্মসূচীতে ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়। মিছিলটি জয়পাড়া কলেজ থেকে বের হয়ে জয়পাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় হয়ে উপজেলা প্রাঙ্গণে এসে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার দোসরদের উপজেলা প্রশাসনের সহায়তায় পুনর্বাসন করা হয়েছে। যারা ছাত্রআন্দোলনে হামলায় অংশ নিয়েছে তাদের জায়গা দোহারের মাটিতে হবেনা। এসময় কুসুমহাটি ইউনিয়নসহ তিনটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের অপসারণের দাবি জানিয়ে পুনরায় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের আহ্বান জানান বিক্ষোভকারীরা।