মোঃ সুমন, স্টার্ফ রিপোর্টারঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠনের উদ্যােগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করা হয়েছে। মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে মুক্তি ক্লিনিকের সার্বিক সহযোগিতায় দিন ব্যাপি এ কর্মসূচি করা হয়। কর্মসূচিতে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সংগঠনের সভাপতি, আসিফ আকাশ রবার্ট বলেন, ইছামতি নবাবগঞ্জ উপজেলা ছাত্র সংগঠন একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। ২০১৩ সালের আগস্ট মাসে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনের মূল্যেই রয়েছে শিক্ষার্থীরা আর এই শিক্ষার্থীরাই স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে পাশে দাঁড়ান এই সংগঠনের সদস্যবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিক্লিনিকের ম্যানেজার রিফাত কাজী ও সংগঠনের সিনেট সদস্য রিফাত কাজী, জামিল হোসেন, সাধারণ সম্পাদক মো. নাঈম সহ সংগঠনের সকল সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।