দোহার (ঢাকা) প্রতিনিধি.
আইন বিচার ও সংসদীয় বিষয় মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা জজ কোর্টে জিপি, এজিপি, পিপি, এ পি পি, সহ বিভিন্ন পদে রাষ্ট্রীয় মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য আইনজীবী নিয়োগ প্রদান করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের জিপি-পিপি শাখার উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে ঢাকার দোহারের এডভোকেট মুজাহিদুল ইসলাম সায়েম কে সিনিয়র সহকারী জজ কেরানীগঞ্জ আদালতে রাষ্ট্রীয় সম্পত্তির মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য সহকারী সরকারি কৌশলী (এজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি দোহার উপজেলার বানাঘাটা এলাকার মরহুম শেখ জুলহাস উদ্দিন ছেলে। তিনি ঢাকার মীর হাজিরবাগ ‘তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে দাখিল, ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বাংলাদেশ নর্দান ইউনিভার্সিটি থেকে আইনের উপর ডিগ্রী নিয়ে আইন পেশায় নিয়োজিত হন। ছাত্র জীবনে তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন এবং জাতীয়তাবাদ আইন ছাত্র ফোরাম ঢাকা জেলার সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের ত্রান ও পুনর্বাস বিষয় সম্পাদক এবং বৃহত্তর ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
এবিষয়ে এডভোকেট মুজাহিদুল ইসলাম বলেন যে, আমার উপর রাষ্ট্রীয় যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। তিনি এলাকা বাসীর দোয়া কামনা করেছেন।