দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া নূরপূর এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জুয়েল খান জানান, রাত তিনটার দিকে ঘরের দরজা ভেঙ্গে ৮/১০ জন ডাকাত ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ২০ ভরি স্বর্ণ ও তিন লাখ টাকা নিয়ে যায়। এসময় সবাইকে হত্যার হুমকি দিয়ে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় ডাকাতদল।
জুয়েল খানের মা কমলা বেগম বলেন, আমার মেয়ের বিয়ে হয়েছে দুদিন আগে। তার শশুরবাড়িতে দেয়ার জন্য ফার্নিচার কেনার ৩লাখ টাকা ও স্বর্ণ কিছুই রেখে যায়নি। এছাড়া ঐ ঘরে থাকা মেহমানদের ব্যাগ থেকেও টাকা স্বর্ণ ছিনিয়ে নিয়েছে ডাকাতরা।
এদিকে সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ। এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান দোহার থানার ওসি রেজাউল করিম।