দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার সোনারবাংলা এলাকায় খালে গোসলে গিয়ে রাহুল মোল্লা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাহুল উপজেলার নুরপুর এলাকার সোরমান মোল্লার ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে সোনারবাংলা এলাকায় গোসলে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায় রাহুল। কিছুক্ষণ পর স্থানীয়রা খালের পানিতে তাকে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এদিকে পরিবারের লোকজন এসে রাহুলকে ভাসমান অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন খবরে নিহতের পরিবার ও স্বজনদের আহাজারিতে মুহুর্তেই হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে। জানা যায়, গত দুইমাস আগে ক্যান্সারে আক্তান্ত হয়ে মারা যায় রুহুলের মা। এক ভাই এক বোনের মধ্যে ছোট ছিলো রাহুল।