দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুতারপাড়া ইউনিয়নের কাজিরচর গ্রামের কবির ভূইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার বর্ণনা দিয়ে কবির ভুইয়ার স্ত্রী প্রতিবেদকে বলেন, সন্ধ্যায় আমি বাচ্চাকে পড়াচ্ছিলাম। হঠাৎ করেই ঘরের হলরুমে থাকা ফ্রিজের পেছনে আগুনের শিখা দেখতে পাই। পরে আমি চিৎকার করলে আশে পাশের বাড়ির লোকজন এসে পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে অবশ্য ফায়ার সার্ভিসের লোকজনও এসেছিলো।
এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানা তিনি।