মানিকগঞ্জ প্রতিনিধি: গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দর্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গণ অধিকার জেলা শাখার উদ্যোগে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড থেকে একটি আনন্দর্যালি বের হয়ে হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়।
এসময় গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক এ্যাড. আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসান আলী, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল, ফারুক হোসেন, যুগ্ম সদস্য সচিব আশরাফ উদ্দিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মামুন শেখ, সহ-সভাপতি মাজহারুল ইসলাম নাঈম, সহসাধারণ সম্পাদক আশরাফ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, শ্রমিক অধিকারের সভাপতি মীর লিটন,মানিকগঞ্জে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক রতন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।