1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে হাসপাতালে মুখোশধারীদের অতর্কিত হামলা - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০

মানিকগঞ্জে হাসপাতালে মুখোশধারীদের অতর্কিত হামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৮১ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:

৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে অতির্কিত হামলা চালিয়েছে ৪০ থেকে ৫০ জনের অজ্ঞাত পরিচয়ের হেলমেট পরিহিত মুখোশধারীরা। হামলায় চিকিৎসকসহ দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া একটার দিকে সদর উপজেলার হিজুলি এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা হাসপাতালের পরিচালক ডা. হাসান মাহমুদ হাদীর স্ত্রী এবং ওই হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. নাজনীন আক্তার বিউটি ও সমাজ কল্যাণ অফিসার নিতাই চন্দ্র সরকারকে মারপিট করে। এসময় তাদের গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে প্রদর্শন করা হয়। এ ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হামলার কারন ও হামলাকারীদের সনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলার শিকার ডা. বিউটি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি না হলেও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনা নিয়ে কিছু জানতে হলে ডিসি স্যারের সাথে কথা বলেন। কারা হামলা করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার রুমে যারা ঢুকেছে তাদের কাউকে আমি চিনিনা। তারা আমাকে লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়েছে। হামলার শিকার নিতাই চন্দ্র সরকারকে তার বাড়ি ও কর্মস্থলে গিয়ে পাওয়া যায়নি। তবে এলাকাবাসী বলছে তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম হাসপাতালে নেওয়া হয়েছে। মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ বিষয়ে ডাক্তার নাজনীন আক্তার বিউটি বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে ৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, হামলার শিকার ডাক্তার নাজনীন আক্তার থানায় মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares
আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓