নিজস্ব প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) সকালে র্যালীর মাধ্যমে দিবসটির যাত্রা শুরু হয়। দিবসটি উপলক্ষে দোহার-নবাবগঞ্জ উইভার্স সমবায় সমিতি লি: এর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার আরিফা বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন। এসময় সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা সহ দোহার উপজেলার সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে কর প্রদানে এগিয়ে থাকা সমবায়ী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।