দোহার (ঢাকা) প্রতিনিধি.
অনিয়ম ও দুর্নীতি নিয়ে সাপ্তাহিক এশিয়া বার্তায় সংবাদ প্রকাশের পর ঢাকার দোহার উপজেলায় কর্মরত অফিস সহকারী নজরুল কবিরকে বদলি করা হয়েছে। ১২ নভেম্বর ঢাকা জেলা প্রশাসক তানভির আহমেদ এক প্রজ্ঞাপণের মাধ্যমে এ আদেশ দেন। প্রজ্ঞাপণে উল্লেখ করা হয় ১২ নভেম্বরের পর বর্তমান কর্মস্থল থেকে তিনি অবমুক্ত হবেন। অন্যথায় ঐদিন অপরাহ্ন থেকে নজরুল কবিরকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে। পরবর্তী আদেশ না দেয়া পর্যস্ত বর্তমানে তাকে ঢাকা জেলা প্রশাসকের সংস্থাপন শাখায় রাখা হবে বলে উল্লেখ করা হয়।
এদিকে এমন আদেশে দোহারের সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিচারের দাবিও জানান অনেকে।