দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের মাঝিরকান্দা এলাকায় চালনাই চকে তিনটি ইটভাটায় কর্মরত পরিবারে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় বর্ণমালা বিদ্যালয়ের অষ্টম বর্ষের কার্যক্রম শুরু হয়েছে। ‘‘বর্ণমালা বিদ্যালয়ের অঙ্গিকার, সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার’’ এই স্লোগানে শুক্রবার বিকেলে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের আয়োজনে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ স্বরুপ বই,খাতা,কলম ও ব্যাগ তুলে দিয়ে কার্যক্রম শুরু করা হয়। প্রতিষ্ঠাতা সদস্যরা জানান, ইটভাটায় কর্মরত পরিবারগুলোতে যে সকল শিশুরা নিরক্ষর রয়েছে তাদের মাঝে শিক্ষার অলো পৌছে দিতে বর্ণমালার কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত শিশুদের বর্ণমালা শেখানো হবে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আব্দুল ওয়াহাব দোহারী, শামিমা রাহিম শিলা, মো.মাসুম, ভিপি কামাল, কামাল হোসেন ও বোরহান উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোয়াজ আহমেদ, আব্দুল হান্নান সোহাগ, মো.জামান, আবু নাইম তাইমিয়া, আদনানসহ আরও অনেকে।