দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া জালালপুর চকে দুর্বৃত্তদের হামলায় হাবিবুর রহমান তুহিন(৩০) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সারে সাতটার দিকে এ ঘটনা ঘটে। আহত তুহিন দোহারের নারিশা পশ্চিমচর এলাকার মোশারফ হোসেনের ছেলে। সে ঢাকার হাজারীবাগ থানার উপ-পরিদর্শক হিসেবে দায়িত্বরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ঢাকা থেকে নিজ বাড়িতে আসার পথে জালালপুর চকে আসলে তার মোটরসাইকেলটি গতিরোধ করে তিন চারজন দুর্বৃত্ত। এসময় তার দুইহাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায় তারা। পরে তার ডাকচিৎকারে পেছনে থাকা আব্দুল মান্নান নামে এক সিএনজি চালক এগিয়ে এসে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে মেঘুলা প্রমিজ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ।
এবিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে আহত তুহিন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও বলেন, যেহেতু দুর্বৃত্তরা আহতের কাছ থেকে কোন কিছুই নেয়নি, সেহেতু প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ব্যক্তিগত কোন শত্রুতার কারনে এমন ঘটনা ঘটতে পারে। এবিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। তবে আহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোন লিখিত অভিযোগ করেননি বলে জানান ওসি রেজাউল করিম।