নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহারের বিলাসপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল নয়টা থেকে বিলাসপুরের কুলছরি খলিফা বাড়ি সংলগ্ন এলাকায় এই সেবা প্রদান করা হয়। ভিশন আই চক্ষু হাসপাতাল ও গরীব-ই নেওয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে কার্যক্রমে প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাউল কাশেম। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, যুবদল নেতা রিপন খলিফা, মিজানুর রহমানসহ আরও অনেকে।