নিজস্ব প্রতিনিধি.
একমাত্র ছেলেকে হাসপাতালে ডায়ালাইসিস করাতে গিয়ে ডাকাতের কবলে পরে গুরুতর আহত হয়েছেন ঢাকার দোহার পৌরসভার তিন নং ওয়ার্ডের বাসিন্দা বিষ্ণু মন্ডল (৫০) নামে এক ব্যক্তি। শুক্রবার ভোর চরটায় এ ঘটনা ঘটে।
আহত বিষ্ণু মন্ডল জানান, গত তিন বছর ধরে তার ছেলে অপূর্ব মন্ডল (২০) এর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। মানুষের কাছে সাহায্য নিয়ে প্রতি সপ্তাহে ছেলে অপূর্বকে ডায়ালাইসিস করাতে ঢাকা নিয়ে যান। প্রতি সপ্তাহের মত শুক্রবার ভোরে সিএনজি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে কেরানীগঞ্জ এলাকায় গেলে কয়েকজন ডাকাত গতিরোধ করে সাথে থাকা তিন হাজার টাকা, দুটি মোবাইল নিয়ে যায়। এসময় সিএনজি চালকের কাছ থেকেও সারে চার হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। ছেলের চিকিৎসার টাকার কথা বলে ডাকাতদের বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে ডাকাতরা। এসময় বিষ্ণু মন্ডলের বাম হাতের রগ কেটে যায়।
বিষ্ণু মন্ডরের ভাই নিতাই মন্ডল জানান, বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার ভাই।