দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় গোবিন্দপুর গ্রামে বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় দুস্থদের মাঝে শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী ব্যবসায়ী হাজী ফারুক হোসেন। সকল মানবিক কাজে দুস্থদের পাশে সহায়তার ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান সংগঠণের নেতৃবৃন্দরা।
শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বন্ধু ফাউন্ডশনের আহবায়ক ভি,পি মাসুদ ও সদস্য সচিব মাসুদ পারভেজ। চুড়াইন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, চুড়াইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, গালিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন খান সহ আরো অনেকে।