দোহার (ঢাকা) প্রতিনিধি.
ভারতের আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে ঢাকার দোহারে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদের কর্মীরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টায় উপজেলার জয়পাড়া কালেমা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
বক্তারা বলেন ভারতের উগ্রবাদিরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় আমাদের সহকারি হাইকমিশনে হামলা চালায়। ভারত এর মাধ্যমে স্পষ্ট করলো বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হামলা চালিয়েছে। তাই সকলকে এই ষরযন্ত্র রুখে দিতে মাঠে নেমে প্রতিবাদ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন পল্লব, যুগ্ম-আহবায়ক আদর ইসলাম আকাশ, যুগ্ম- সদস্য সচিব মাহমুদুল হাসান, দোহার উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক আব্দুর জব্বার, সদস্য সচিব মাসুদ রানা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের যুগ্ন- সাধারণ সম্পাদক আবু কাউসার সোহাগসহ আরও অনেকে।