দোহার(ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার নিকড়া বাগানবাড়ি এলাকায় এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান রাত আনুমানিক আড়াইটার দিকে ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ঘরের প্রধান ফটক ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে দুইবাড়িতে থাকা তিনটি পরিবারের কাছ থেকে প্রায় ১৩ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। এসময় এক বৃদ্ধাকে আহত করেন ডাকাতরা। ভূক্তভোগী মোজাহার শরীফ জানান, ডাকাতির ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে।
খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান দোহার থানা ওসি রেজাউল ইসলাম। তিনি আরও বলেন, ডাকাতি এড়াতে রাতে পুলিশের টহল অব্যাহত থাকবে।