দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে গত ১৫ দিনে কুকুরের কামড়ে ১০৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। এনিয়ে আতঙ্কে রয়েছে প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরবাসী। ধারণা করা হচ্ছে সব মিলে এপর্যন্ত অন্তত আহত হয়েছে ২শ এর অধিক মানুষ।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রবিউল ইসলাম জানান, গত ১৫ দিনে শুধুমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন ১০৫ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে এবং ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। এবিষয়ে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।