দোহার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহারে সাংবাদিকদের ক্যামেরা নিয়ে অফিস কক্ষে প্রবেশে বাধা দেয়া সেই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিনকে বদলি করা হয়েছে। দোহার উপজেলা থেকে তাকে শরীয়তপুর জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেন।
ইলোরা ইয়াসমিন গত ৮ সেপ্টেম্বর, ২০২৪ সালে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মস্থল দোহারে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সাংবাদিকদের ক্যামেরা নিয়ে তার অফিস কক্ষে প্রবেশে বাধা দেন এবং ক্যামেরার সামনে কোন ধরনের বক্তব্য দিবে না বলে জানায় । এ ঘটনার পর থেকে এ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হলে নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা জেলা, নবাবগঞ্জ ও দোহার প্রেসক্লাবের সাংবাদিকরা। বিষয়টি জেলা প্রশাসককে অবগত করার কিছুদিন পর গতকাল ১৭ ডিসেম্বর তার বদলির আদেশ আসে।