দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সামাজিক শৃঙ্খলা ভঙ্গকারী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, মামলাবাজ দন্দি ওরফে শহনাজের পরিবারের সদস্যদের গ্রাম থেকে বিতারিত করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ৭ গ্রামের মানুষ।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে দাড়িয়ে তারা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বিলপল্লী, চর তুইতাল, শৈল্লা, খানেপুর, আবজাল নগর, শান্তি নগর, বাংলাবাজার গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে এরশাদ আলী, সালাম, বারেক, সবুর উদ্দীন, মাজেদ আলী ফকির, সিরাজ উদ্দীন, বিসাই মোল্লা, রজ্জব পাগলা, আলমাছ আলী, সেন্টু মিয়া, মামুন, চান মোল্লাসহ বিলপল্লী, চর তুইতাল, শৈল্লা, আবজাল নগর, শান্তি নগর গ্রামবাসী জানান, গত ২০ নভেম্বর বিচারাধীন জমির মাটিকাটায় বাঁধা দেয়ায় দন্দির পরিবারের সদস্যরা বিলপল্লী গ্রামের নিরিহ মঞ্জুরুল ইসলাম (৪৫) কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে স্থানীয় মসজিদে ঘোষণা দিয়ে দন্দির পরিবারকে পিটিয়ে এলাকা ছাড়া করে। তারপরও তারা এলাকার পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।
মানববন্ধনকারীরা আরও জানান, দন্দি ওরফে শহনাজ এলাকার কুখ্যাত মাদক কারবারী ছিলেন। বর্তমানে তার পরিবারের সদস্য উদয়, হৃদয়, শান্তি আক্তার, ইতি আক্তার, রুমা বেগম, গোপাল, নাছিমা, সজীব, সুজাত, রাসেল, রিয়াজ গংরা এলাকার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা বিগত সময়ে মাদক কারবারসহ সন্ত্রাসী কর্মকান্ডের জন্য একাধিক মামলায় জেল খেটেছেন। তাছাড়া এলাকাবাসীকে নানাভাবে মামলা দিয়ে হয়রানি করছে। তাই, প্রশাসনের কাছে এলাকাবাসী আবেদন করেছেন- ‘ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রাম থেকে বিতারিত করার দাবী।’