নিজস্ব প্রতিবেদক.
‘‘ভারতীয় অগ্রাসন মোকাবেলায় আমাদের করণীয়’’ শীর্ষক জাতীয় সেমিনার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার ইউনিটিতে সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত সাইখুল হাদিস আল্লামা আব্দুর রউফ ইউসুফী। তিনি বলেন,আমরা বাংলাদেশ বর্তমানের অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করি কারণ এই সরকার ভারতকে ভয় না পেয়ে সাহসিকতা দেখিয়ে যাচ্ছেন। এই সরকারকে বলবো ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সম অধিকারের ভিত্তিতে। এছাড়া আমরা ভারতের গোলামী আর করব না।
এসময় অন্যান্য বক্তারাদের মধ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মো.রাসেল আহমেদ বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়েই বাংলাদেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে এই স্বাধীনতা আমরা হারাবো, যদি না ভারতের আগ্রাসন হতে মুক্ত হতে না পারি। ১৯৪৭ সালে আমরা ভারত থেকে আলাদা হয়েছিলাম আমাদের অধিকার আদায়ের জন্য কিন্তু ১৯৭১ সালে আমাদের আবার স্বাধীনতা অর্জন করতে হয়েছে পাকিস্তানের সাথে আমাদের অধিকার আদায়ের জন্য। ১৯৭১ সালে আমরা সার্বভৌমত্বের স্বাধীনতা পাইলে ও ভারতের ছায়া শক্তির মাঝে পরাধীন হয়েছিলাম। দীর্ঘদিন আওয়ামী লীগ এর অন্তরালে ছায়া শক্তি হিসেবে বাংলাদেশি মানুষদেরকে মুজিব চেতনার আড়ালে শোষণ নির্যাতন করেছে তাই এবার আমরা স্বৈরাচার শেখ হাসিনা হইতে মুক্তি পাইলে ও যদি না ভারতের আগ্রাসন হইতে মুক্ত না হতে পারি তাহলে আবার পরাধীন হয়ে যাব।
আল হিকমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মুফতি মামুনুর রশিদের সভাপতিত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিস এর নায়েবে আমির আল্লামা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওরানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মিয়া মশিউজ্জামানসহ আরও অনেকে। এছাড়া প্রবন্ধ পাঠ করেন আল হিকমা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মাওরানা আবু সাঈদ নোমান।