দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারে তানভীর কন্সট্রাকশনের অর্থায়নে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বানাঘাটা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে ৫ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা। শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম, যুবদল নেতা আব্দুল করিম বেপারী, সাবেক কমিশনার জাহিদ বেপারী, জহিরুল ইসলাম, এড.আতিকুর রহমান সোহান, বেপারী নাজমুল আরমান, রাজিব খানসহ আরও অনেকে।