দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের কাজির চর এলাকার বাসিন্দা আব্দুল আলীকে নিয়ে গত ১৮ ই নভেম্বর ‘‘ একজন আব্দুল আরীর গল্প’’ শিরোনামে তার শখের গ্রামোফোন ও তার অসহায়ত্বের গল্প নিয়ে সাপ্তাহিক এশিয়া বার্তায় সংবাদ প্রকাশের পর তাকে সহায়তা প্রদান করেছেন ঢাকার দোহারের পশ্চিম সুতারপাড়া এলাকার বাসিন্দা লন্ডন প্রবাসী আফরোজা আক্তার ডালিয়া। তার পক্ষে আব্দুল আলীর হাতে ২০ হাজার টাকা সহায়তা তুলে দেন যুবদল নেতা আব্দুল করিম বেপারী, বানিউল হুদা ও ওসমান গনি ওশান।
সহায়তা পেয়ে আফরোজা আফরোজা আক্তার ডালিয়া ও এশিয়া বার্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন আব্দুল আলী । এদিকে সকল মানবিক কাজে মানুষের পাশে থাকার কথা জানান আফরোজা আক্তার ডালিয়া।