নিজস্ব প্রতিনিধি.
দেশকে অশান্ত করতে দেশী বিদেশী ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও ভারতে বসে ষড়যন্ত্র করছে। কোন অশুভ শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
শুক্রবার কার্তিকপুর হাই স্কুল মাঠে কুসুমহাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় জনসম্পৃক্ততার লক্ষ্যে গণজমায়েত এবং কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আশফাক বলেন, ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশকে কুক্ষিগত করে রেখেছিল। ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারেনি। খুন, গুম, লুট, অত্যাচারে দেশের মানুষকে অতিষ্ট করে তুলেছিল। দেশের ছাত্রজনতাসহ আপামর জনসাধারনের আন্দোলন ও বিক্ষোভের মুখে ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়েছে। তাদের অত্যাচার নিপীরনের ইতিহাস এদেশের মানুষ কখনও ভুলবে না।
দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক তানভীর রহমান মিশু ও দেলোয়ার শিকদারের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রহমান পান্নু, কুসুমহাটি ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান চুন্নু, দোহার উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়াম সম্পা আক্তার, সাধারন সম্পাদক মিনু আক্তার, যুগ্ম সম্পাদক রুবিনা রাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।