মোঃ সুমন, স্টাফ রিপোর্টার: ঢাকার নবাবগঞ্জের মাঝিরকান্দা নিশিকান্দা ব্রিজ সংলগ্ন মেইন রোডের পাশে ৮ই জানুয়ারি ২০২৫ ইং রোজ বুধবার বেলা ১০ ঘটিকায় "বাইতুস সুন্নাহ আইডিয়াল মাদরাসার " উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ২য় ও ৩য় শ্রেণির শিক্ষার্থীদের মোট ২০ জনকে কুরআন মাজিদের সবক প্রদান করেন, বাইতুস সুন্নাহ আইডিয়াল মাদরাসার, প্রিন্সিপাল, মুফতি ইমদাদুল্লাহ বিন আঃ কাদের।
এসময় উপস্থিত ছিলেন, হাজী ইসমাইল কোম্পানী, সভাপতি, সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি নবাবগঞ্জ, হাজী তাজুল কোম্পানী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মুফতি খলিলুর রহমান, খতিব সাদাপুর মধ্যপাড়া জামে মসজিদ, মুফতি হুমায়ুন কবির হাবিবি, খতীব ইমামনগর জামে মসজিদ, মাওলানা আনিসুর রহমান, খতিব সাদাপুর মাস্টার বাড়ী জামে মসজিদ মাওলানা ইনআমুল হক সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগণ।
পরিশেষে মৌলভী আঃ রহমানের দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়।