দোহার (ঢাকা) সংবাদদাতা:
আনন্দ র্যালি, আলাপচারিতা, স্মৃতিচারণ ও হৈ-হুল্লোড়ের মধ্যদিয়ে ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যাচ-১৯৭৫ এর শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার দিনব্যাপি অনুষ্ঠানে বিদ্যালয়ের অডিটরিয়ামে স্বাগত বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী কর্ণেল সামছুল আলম। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ৫০ বছর পর আমরা একত্রিত হতে পেরেছি এটাই বড় চাওয়া পাওয়া। আমরা স্কুল জীবন শেষে আমরা প্রত্যেকে কর্মজীবনে ব্যস্থ হয়ে পড়ি। দীর্ঘ সময় আমরা দূরে ছিলাম। এখন সবাই চাকুরী জীবন থেকে অবসরে। অবসর জীবনে শৈশব কৈশরের চলা বন্ধুদের কথা প্রায়ই মনে পড়ে। তাদেরকে ভুলা যায় না। সেই জায়গা থেকে আমরা বন্ধুদের টানে আজকে আমরা মিলিত হতে পেরেছি।
অনুুষ্ঠানের এক পর্যায়ে বন্ধুরা স্কুল জীবনের ফেলে আসা জীবনের স্মৃতি চারন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই।
আব্দুল মান্নান বলেন, ৫০ বছর পর আমরা একসাথে মিলিত হতে পেরে খুবই উচ্ছ্বসিত মনে হচ্ছে। জানিনা; জীবনে এমন দিন আর আসবে কিনা। তবে এভাবেই সৃষ্টিকর্তা যেন আমাদের একত্রিত করে দেন। শফি মোল্লা বলেন, অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়েছে আমাদের বন্ধু সামছুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায়। । প্রবাসে থেকেও আমাদের সাথে যোগাাযোগ রক্ষা করেছেন তিনি।
এ সময়ে ব্যাচ ৭৫ এর বন্ধুদের সাথে তাদের স্ত্রী, ছেলে মেয়েরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৭৫ সালে শিক্ষকতা করা এমন দুইজন শিক্ষক আব্দুল সালাম ও আব্দুস সামাদকে সংবর্ধিত করা হয়। ৭৫ ব্যাচের পক্ষ থেকে ‘হল ফেম অব জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়’ একটি কক্ষের উদ্ধোধন করা হয়। যেখানে সংরক্ষন থাকবে প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতি ও অন্যান্য জিনিসপত্র। অনুষ্ঠানে প্রাক্তন ৩০ জন শিক্ষার্থী ও তাদের সহধর্মীনিরা অংশ নেয়।
শওকত আলী রতন
দোহার, ঢাকা।
০১৯১৪৯৫০৭২৭