নিয়োগ বিজ্ঞপ্তি: অভিজ্ঞ প্রাইমারি স্কুল শিক্ষক
এফ.কে. ইন্টারন্যাশনাল স্কুল, আল-আমিন বাজার, দোহার, ঢাকা। স্কুল কোড: ৪৭৮১১৮, আইএমআইএস কোড: ০০৩১০১৪১৩০৬
ফোন নম্বর: ০১৯৯০৫১৮৪৯৮, ০১৩১৬৬৮৪২৬৪।
পদবী: প্রাইমারি স্কুল শিক্ষক
এফ.কে. ইন্টারন্যাশনাল স্কুল, একটি শিক্ষাপ্রতিষ্ঠান যা শিক্ষার উৎকর্ষতায় অঙ্গীকারবদ্ধ এবং আগামি প্রজন্মকে প্রস্তুরের লক্ষে বদ্ধ পরিকর। একজন অভিজ্ঞ প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করছে।
কিভাবে আবেদন করবেন:
আগ্রহী প্রার্থীদের [fkinternationalschool21@gmail.com] এ তাদের সিভি, একটি কভার লেটার এবং প্রাসঙ্গিক সার্টিফিকেট পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে অথবা সরাসরি স্কুল অফিসে জমা দিন:
এফ.কে. ইন্টারন্যাশনাল স্কুল, আল-আমিন বাজার, দোহার, ঢাকা।
আবেদনের শেষ তারিখ: ৩০/০১/২০২৫