দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে নাবাবগঞ্জ থানা পুলিশ জানায় গত গত ০৯ জানুয়ারি উপজেলার নয়নশ্রী ও ১১ জানুয়ারি কলাকোপা ইউনিয়নে রাতে গ্যারেজ থেকে ইজিবাইক চুরি করে পালানোর সময় স্থানীয়রা চোরদের আটক করে নবাবগঞ্জ থানায় সোপর্দ করে। এসময় দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। এঘটনায় ইজিবাইক মালিক কলাকোপা ইউনিয়নের আব্দুল রাজ্জাক ও নয়নশ্রী ইউনিয়নের তোরাপ আলী বাদি হয়ে মামলা দায়ের করেন। পৃথক মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলেন শেখ আলমগীর (৪০), পিতা-মৃত শেখ ওমর আলী, সাং-ঘোরাবন, শেখ মিন্টু (৪২), পিতা-মৃত শেখ সুকুর আলী, সাং-চর কুসুমহাটি, সোহেল বেপারী (২৮), পিতা-মৃত আঃ হক বেপারী, সাং-নারিশা পশ্চিম চর, মোহাম্মদ আল-আমিন @ অনিক (২৭), পিতা- আলাউদ্দিন, সাং- আল হাদিপুর (সাদাপুর), ইউপি-বান্দুরা, থানা- নবাবগঞ্জ জেলা ঢাকা, আরিফ গাজী (২৫), পিতা-সুন্দর গাজী, সাং- দক্ষিণ ইন্দুরকানি, থানা- ইন্দুরকানি, জেলা- পিরোজপুর।
দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামীদের নামে কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে এবং এবিষয়ে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।