দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার পৌরসভা বাতিল চেয়ে পুনরায় সুতারপাড়া ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারনের দাবিতে মত বিনিময় সভা করেছে দোহার পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা। শনিবার দোহার ঘাটা এলাকায় সভায় এ দাবি তোলেন পৌরবাসীরা। এসময় বক্তারা বলেন, দীর্ঘ ২২ বছরের অধিক সময়ে জোরপূর্বক ট্যাক্স নিলেও পৌরসভার কোন প্রকার সুযোগ সুবিধা পায়নি পৌরবাসী। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত দুই ওয়ার্ডের বাসিন্দারা। এসময় সকল প্রকার পৌর কর বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
তোতা মোল্লার সভাপতিত্বে ও মনিরুজ্জামান সবুজের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সুতারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বেপারী, নুরু মোল্লা, আব্দুল হাকিম মোল্লা, আমিনুল ইসলাম খান, মহিউদ্দিন মোল্লাসহ আরও অনেকে। সভাশেষে মানববন্ধনসহ আরও বেশ কিছু কর্মসূচীর ঘোষণা করেন পৌরবাসী।