দোহার (ঢাকা) প্রতিনিধি.
ভাষার মাসের প্রথম দিনে ঢাকার দোহারে শহীদ মিনারে জুতা পায়ে একাধিক ছবি তুলেছেন লটাখোলা আজাহার আলী মেমোরিয়াল হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। শহীদ মিনার অবমাননার এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। খোঁজ নিয়ে জানা যায়, আজ ১ ফেব্রুয়ারি বিদ্যালয়টি ছিলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা। অনুষ্ঠানের যে কোনো এক সময়ে শহীদ মিনারে ছবি তোলেন শিক্ষক শিক্ষার্থীরা। পরে বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান বলেন, আমরা সারাদিন খেলার অনুষ্ঠানে ব্যাস্ত ছিলাম। যদি এমন ঘটনা কেউ ঘটিয়ে থাকে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। এসময় তিনি শহীদ মিনার অবমাননার বিষয়ে দু:খপ্রকাশ করে বলেন, এমন ঘটনা ভবিষ্যতে যেনো না ঘটে এবিষয়ে লক্ষ্য রাখা হবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমার স্কুলে এমন ঘটনা খুবই দু:খজনক। যারা শহীদ মিনার অবমাননা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।