দোহার (ঢাকা) প্রতিনিধি.
সৌদি আরবের রিয়াদের হারায় কাজে গিয়ে দুর্ঘটনায় শাহআলম খান (৩৭) নামে এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার উত্তর ইউসুফপুর এলাকার মৃত ইউসুফ খানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার প্রতিদিনের ন্যায় রিয়াদের হারা এলাকায় কাজে যায় শাহআলম। কর্মরত অবস্থায় বাংলাদেশ সময় দেড়টার দিকে ক্রেইনে চাপা পরে ঘটনাস্থলেই মারা যায় শাহআলম। তার মরদেহ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানান নিহতের স্বজনরা।