দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে আটশত প্রতিযোগীর অংশগ্রহণে ইসলামী কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে দিঘী ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতা ও ৫০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব মাওলানা আশিকুল ইসলাম সানোয়ারের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব ড. মানোয়ার হোসেন মোল্লা। মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ অধ্যাপক এবিএম সিরাজুল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জের মাস্টার ট্রেইনার মুফতি আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন দিঘী ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদের সভাপতি মুফতি জাহিদুর রহমান, মাওলানা ক্বারী মুরাদ হুসাইন, মুফতি শেখ মাহবুবুর রহমান, মাওলানা মুহসিনুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, মাওলানা জাবের আল সাফা, মুফতি মোঃ আশরাফ আলী, মাওলানা সামসুল ইসলাম, মাওলানা ক্বারী ওবায়দুল্লাহ, মুফতি মোঃ মুজিবুর রহমান প্রমূখ।