প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৫, ৮:১৪ পি.এম
দোহারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
সিনিয়র প্রতিবেদক : ঢাকার দোহারে সড়ক দুর্ঘটনায় মো. মামুন লাল (২৮) নামের এ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত মামুন উপজেলার নারিশা পশ্চিমচর এলাকার শেখ জয়ধরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় নারিশা ইউনিয়নের রুইথা গ্রামে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মামুন লাল ও তার সাথে থাকা আরেক মোটরসাকেল আরোহী ছিটকে পড়ে যায়। পরে মামুন উঠে দাড়ানোর পরেই আবার হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। কিন্তু পরিবারের ধারনা মামুন জীবিত আছেন। পরে তাকে ঢাকায় নিয়ে গেলে সেখানেও ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।
© এশিয়া বার্তা, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত