প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৪:১১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ১২:৫২ পি.এম
ঢাকাসহ সারা দেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক.
রাজধানী ঢাকাসহ সারা দেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিট ২৫ সেকেন্ডে এ ভূমিকম্পটি হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র জানিয়েছে, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল। ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা–সংলগ্ন বঙ্গোপসাগরে এর উৎপত্তিস্থল হওয়ায় উপকূলীয় জেলাগুলোতে এর প্রভাব বেশি পড়ে। বাংলাদেশ থেকে উৎপত্তিস্থলটি ৫০১ কিলোমিটার দূরে অবস্থিত।
বাংলাদেশে ভূমিকম্পটি খুব কম মাত্রায় অনুভূত হলেও ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশার উপকূলীয় এলাকায় এর তীব্রতা বেশি ছিল।
© এশিয়া বার্তা, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত