দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোন কর্মী এবং জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপর হামলাকারী কাউকে ছাত্রদলে অন্তর্ভুক্ত করা যাবেনা। ছাত্রলীগের যে সকল সদস্য খোলস পাল্টিয়ে ভিন্ন লেভাসে ছাত্রদলের অনুপ্রবেশের অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনভাবেই যেন তারা ছাত্রদলের পতাকা তলে শামিল হতে না পারে। তিনি বলেন, শহীদ জিয়ার নিজ হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় নারীর অধিকার বাস্তবায়নে সচেষ্ট ছিল। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশের কোন ক্যাম্পাসে ছাত্রলীগ স্টাইল এর রাজনীতি চলতে দেয়া হবে না। ক্যাম্পাসে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করবে না ছাত্রদল। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে ছাত্রলীগের নির্মম নির্যাতন অত্যাচারে ছাত্রদলের যেকোনো কর্মসূচি বাধাগ্রস্ত হতো। তারা নারী নির্যাতন সহ এমন কোন অপরাধ নাই যেন করেনি। তাদের নির্মম নির্যাতন অত্যাচারে ছাত্রদলের কেউ ঘরে থাকতে পারিনি। মামলা হামলায় অতিষ্ঠ নারী শিক্ষার্থীরা রাজনীতি বিমুখ হয়ে পড়েছে। কিন্তু ছাত্রদলের লক্ষ-উদ্দেশ্য নারী সমাজকে জাগ্রত করা। নারী অধিকার প্রতিষ্ঠা করে দেশকে একটি সুখী সমৃদ্ধি দেশে পরিণত করা। তিনি বলেন, নারী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলে জুলাই আগস্ট এর গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেষিত হবে। ছাত্রদলের কোন সদস্য নারীদের অমর্যাদা করলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও অদ্যাবধি নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নামে আনুষ্ঠানিক কোন মামলা হয়নি। বরং ছাত্রলীগকে পুনর্বাসনের অপচেষ্টায় লিপ্ত চালানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, যারা ছাত্রলীগকে পুনর্বাসনে সহায়তায় লিপ্ত রয়েছে রয়েছেন তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। কঠোরভাবে প্রতিহত করবে জাতীয়তাবাদ ছাত্রদল। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ জেলা ছাত্রদল কতৃক আয়োজিত মানিকগঞ্জ জেলা শাখার অধীনস্থ কলেজ এবং মাদ্রাসা ইউনিট ছাত্রদলের মাঝে সদস্য ফরম বিতরণ এবং কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাজাহান শাওন। বিশেষ হিসেবে উপস্থিত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সম্পাদক আল মামুন যুগ্ন ও রাকিবুল ইসলাম আকাশ। সম্পাদক কেন্দ্রীয় সংসদ, এসএম রাকিবুল ইসলাম আকাশ। এ সময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ জেলা এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে ১৭ বছর পর ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক আফরোজা খান রিতা। বক্তারা ছাত্রদলের ঐতিহ্য ধরে রাখতে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।