দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় সরকারি রাস্তার পাশে থাকা প্রায় ১৫ থেকে ২০ টি গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এমন ঘটনা ঘটলেও কেউ এর সত্যতা শিকার করেনি। দের মাস অনুসন্ধানের পর জানা যায়, রাস্তার পাশের জমির মালিক রমজান মোল্লার ছেলে বাবুল মোল্লা বিক্রি করেন এই গাছ।
সরকারি নিয়ম অনুযায়ী এলজিইডি রাস্তার পাশের তিন ফিটের মধ্যে সকল প্রকার গাছ বিক্রির ক্ষেত্রে সরকারি অনুমোদন নিয়ে বিক্রির বিধান রয়েছে। কি কারনে গাছ কর্তন করা হবে সে বিষয়ে সুষ্পষ্ট কারন উল্লেখ করে আবেদন করতে হবে। কিন্তু এর কোনো নিয়ম অনুসরন না করেই বিক্রি হয়েছে বড় বড় কাঠের গাছ।
খোঁজ নিয়ে জানা যায়, রমাজান মোল্লার ছেলে বাবুল মোল্লার নির্দেশে স্থানীয় কাঠুরিয়া রনির মাধ্যমে কেটে নেন গাছ। পরে সেগুলো গাড়িতে তুলে অনত্র নিয়ে যাওয়া হয়। এবিষয়ে কাঠুরিয়া রনির সাথে কথা বলে জানা যায়, বাবুলের নির্দেশে গাছ কাটেন তিনি। তবে কত টাকার বিনিময়ে এই সরকারি গাছ বিক্রি হয় এবিষয়ে কথা বলতে রাজি হয়নি রনি।
এব্যাপরে অভিযুক্ত বাবুল বলেন, আমি কোনো গাছ বিক্রি করিনি। পরে রনির মাধ্যমে কিভাবে গাছ কাটলেন এমন প্রশ্ন করলে তিনি কথা এড়িয়ে যান।
দোহার উপজেলা বন কর্মকর্তা মহসিন হুসাইন জানান, এবিষয়ে তাদের কাছে কোনো অভিযোগ নেই। পরিদর্শন করে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, সরকারি আওতাভূক্ত কোনো গাছ অনুমতি ছাড়া বিক্রি বা কর্তনের বিধান নেই। এবিষয়ে খোঁজ নিয়ে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।