দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের বটিয়া এলাকায় জোরপূর্বক দেয়াল তুলে জমি দখলের অভিযোগ উঠেছে রাধানগর এলাকার মোতালেব ও ছন্দু মোল্লার বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এঘটনায় ভূক্তভোগী নজরুল ইসলাম দোহার থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ৩০ বছর ধরে বটিয়া এলাকায় তাদের ক্রয়কৃত জমিতে মাটি ভারাট করে ভোগদখল করে আসছেন নজরুল ইসলাম। হঠাৎ ঐ জমিতে দেয়াল তুলে মোতালেব ও ছন্দু মোল্লার নেতৃত্বে জমি দখল করার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে এক ঘন্টা কাজ বন্ধ রেখে আবারও দেয়াল তুলতে শুরু করলে পুনরায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।
ভূক্তভোগী নজরুল ইসলাম বলেন, আমি মোট ৪৭ শতাংশ জমির মালিক কিন্তু গত ৩০ বছর ধরে মাত্র ২৯ শতাংশ জমি ভোগদখলে রয়েছি। অথচ এই জমি কোন পরিমাপ ছাড়া অন্যরা দখল করতে চাইছে। আমি এর বিচার চাই।
এদিকে অভিযুক্ত মোতালেব খান বলেন, আমরা জমিটি মূল মালিকের কাছে থেকে ক্রয় করে ওয়াল তুলতে গিয়েছি নজরুল ইসলাম এসে বাধা দিয়েছে। আমি এর বিচার চাই।
অপর অভিযুক্ত ছন্দু মোল্লা বলেন, আমরা জমি দখল করিনি। মেছের চেয়ারম্যানের মাধ্যমে নজরুলকে ডাকানো হয়েছিলো কিন্তু নজরুল আসেনি। তাই আমরা আমাদের ক্রয়কৃত জমিতে দেয়াল তুলেছি।
এবিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, জমি দখলের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।