আমি আঃ হাকিম আমিন।পিতাঃ মৃত মুজাহার আলী। সাং-লটাখোলা, দোহার,ঢাকা। গত এক সপ্তাহে কয়েকটি জাতীয় পত্রিকায় ‘‘ একাধিক লিজ নিয়ে সরকারি জমিতে দোকান নির্মাণ’’ এই শিরোনামে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। যা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত আমি গত ১৫ বছর আগে পালামগঞ্জে এক একর জমি বাংলাদেশ সরকারের কাছ থেকে বন্দবস্ত নেই। ঐ জমির একটি জয়াগায় টিনের দোকান নির্মান করি। এনিয়ে একটি কুচক্রীমহল জেলা অফিসে অভিযোগ দিলে ২০২০ সালে সরকারিভাবে তদন্তে এসে জমি পরিমাপ করে সেখানে অবৈধভাবে কোন সরকারি জমি দখলের প্রমান পায়নি।
আমি আমার বন্দবস্তের বৈধ জমিতেই দোকান নির্মাণ করেছি। যার একটি প্রতিবেদন ঢাকা জেলা প্রশাসক, উপজেলা ভূমি অফিস বরাবর প্রদান করা হয়েছে। বিষয়টি দোহার নবাবগঞ্জের সকল সাংবাদিকরা অবগত রয়েছে। যার স্মারক নংঃ ৫০/২০২০
গত কয়েকদিন ধরে আরও একটি মহল আমার বিরুদ্ধে দুই একজন সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আঃ হাকিম আমিন
লটাখোলা, দোহার,ঢাকা।
তাং-০৭.০৫.২০২৫ ইং